গাড়িতে ভুয়া স্টিকার: বরিশালে ট্রাফিক বিভাগের অভিযান

করোনাভাইরাস ( কেভিড ১৯) মোকাবেলায় মাস্ক পরিধান ও গাড়িতে ভুয়া স্টিকার ব্যবহার রোধে বরিশাল নগরীর আমতলার মোড়ে অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দেশে চলমান করোনা পরিস্তিতি মোকাবেলায় দুরপাল্লার গাড়ি বন্ধ থাকায় অনেকে মটর সাইকেলে সাংবাদিকের স্টিকার লাগিয়ে চলাচলের করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১১টায় আমতলার মোড়ে উপ পুলিশ কমিশানর (ট্রাফিক) জাকির হোসেন মজুমদারে নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে শতাধিক মটরসাইকেল, আলফা, সিএনজিসহ মাইক্রবাসে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন পত্রিকার স্টিকার ব্যহারকারীকে জিজ্ঞাসা বাদ করে ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি জনসচেতনা মূলক মাস্ক পরিধানে সাধারণ জনগনকে সচেতন করা হয়।
সাংবাদকর্মী রুবেল খান বলেন, ভুয়া সাংবাদিক দিন দিন বেড়েই চলছে। তার মধ্যে অনেকে আবার নামধারী পত্রিকা, টেলিভিশন এর স্টিকার লাগিয়ে জনসাধারনকে হয়রানি করে। তাই এই অভিযান চলমান থাকলে প্রকৃত সাংবাদিকদের জন্য ভালো হবে বলে আশা করি।
পুলিশ কমিশানর (ট্রাফিক) জাকির হোসেন বলেন, বিভিন্ন পত্র-পত্রিকার ভুয়া স্টিকার গাড়িতে লাগিয়ে জনগনকে হয়রানি করা হয়। কোভিড সুরক্ষায় সকলের মাস্ক পরিধানে বাধ্যতা মূলক করা হলেও কেউ মাস্ক পরেনা তাই আমাদের এই অভিযান।